আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

অশান্ত হৃদয় বিদায় দিল শেষ জুমাকে।

মাহে রমজানের শেষ জুমা জুমাতুল বিদা আজ। রমজান মাসে এটিই শেষ জুমা। আল্লাহ পাক দয়াপরবশ হয়ে বাঁচিয়ে রাখলে হয়তো আগামী বছর রোজার মাস ও জুমাতুল বিদা পাবো আশা করা যায়। আজ জুমাতুল বিদার এই দিনে মসজিদে মসজিদে ইমাম-খতিবদের কণ্ঠে করোনা থেকে রক্ষা ও মুক্তির জন্য আকুতির গণজোয়ার । ইমামদের কণ্ঠের ধ্বনিতে মুসল্লিদের কান্নার রোল উঠে। সিয়াম সাধনা, নামাজে তারাবি, সাহরি, ইফতার, জাকাত-ফিতরা প্রদান, তাহাজ্জুদ নামাজ, কুরআন মজিদ ও দরুদ শরিফ তেলাওয়াত এবং গরিব দুঃখীদের মাঝে দান সদকাহ করার মধ্য দিয়ে এই মাসটিকে অতিবাহিত করছেন রোজাদার মুসলমানরা। এসব পুণ্যময় ইবাদত-বন্দেগির মুহূর্তগুলো ধীরে ধীরে পার হয়ে যাওয়ায় ইমানদার জনতার মাঝে শূন্যতা, বেদনা ও হাহাকার রব উঠেছে। রোজার মাসটিকে যারা ভালোয় কাঠিয়েছে তাদের জন্য রয়েছে সুখবর ও সুসংবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget