মাহে রমজানের শেষ জুমা জুমাতুল বিদা আজ। রমজান মাসে এটিই শেষ জুমা। আল্লাহ পাক দয়াপরবশ হয়ে বাঁচিয়ে রাখলে হয়তো আগামী বছর রোজার মাস ও জুমাতুল বিদা পাবো আশা করা যায়। আজ জুমাতুল বিদার এই দিনে মসজিদে মসজিদে ইমাম-খতিবদের কণ্ঠে করোনা থেকে রক্ষা ও মুক্তির জন্য আকুতির গণজোয়ার । ইমামদের কণ্ঠের ধ্বনিতে মুসল্লিদের কান্নার রোল উঠে। সিয়াম সাধনা, নামাজে তারাবি, সাহরি, ইফতার, জাকাত-ফিতরা প্রদান, তাহাজ্জুদ নামাজ, কুরআন মজিদ ও দরুদ শরিফ তেলাওয়াত এবং গরিব দুঃখীদের মাঝে দান সদকাহ করার মধ্য দিয়ে এই মাসটিকে অতিবাহিত করছেন রোজাদার মুসলমানরা। এসব পুণ্যময় ইবাদত-বন্দেগির মুহূর্তগুলো ধীরে ধীরে পার হয়ে যাওয়ায় ইমানদার জনতার মাঝে শূন্যতা, বেদনা ও হাহাকার রব উঠেছে। রোজার মাসটিকে যারা ভালোয় কাঠিয়েছে তাদের জন্য রয়েছে সুখবর ও সুসংবাদ।
Leave a Reply