জেলা প্রতিনিধি,ভোলা
ভোলার দৌলতখান উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহি লঞ্চ তাসরিফ-২ এর ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় মোঃ এরশাদ মাঝি (৩৪) ও মোঃ আকবর মাঝি (৩৫) নামে দুই জেলের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
এ ঘটনায় এখনও মোঃ মমিন মাঝি (১৮) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। নিহত জেলেরা দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর এলাকায় মেঘনা নদী থেকে তাদের লাশ উদ্ধার হয়।
ভনানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আব্দুল মমিন মেম্বার জানান, আজ বিকেল সাড়ে ৪ টার দিকে ভাবানীপুর লঞ্চঘাটের উত্তর মাথায় মেঘনা নদীতে জেলেরা মাছ শিকার করার সময় জালের সাথে আটকা পরে মোঃ এরশাদ মাঝি ও আকবর মাঝির লাশ। এরপর জেলেরা কোস্টগার্ডকে খবর দেয়। পরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
উল্লেখ্য, গতকাল বুধবার (২৩ ফেব্রæয়ারি) রাতে উপজেলার চর পাতা ইউনিয়নের আব্দুল রহমানের ট্রলারের করে ওই উনিয়নের ৯ জেলে ইলিশ শিকারের জন্য রওনা হয়। পরে রাত ২/৩ টার দিকে তারা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মেঘনা নদীতে মাছ শিকার করছিল। ওই সময় ঢাকা থেকে হাতিয়াগামী তাসরিফ-২ যাত্রীবাহি লঞ্চটি ওই স্থানে এসে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়।
ওই সময় জেলেদের ডাক চিৎকারের স্থানীয়রা জেলেরা ৬ জেলেকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপতালে ভর্তি করেন।
Leave a Reply