আজিজুর রহমান রাজু।
বাসস্থানের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হলেও অধিকাংশ মানুষই তা মানছেন না। দিন যত যাচ্ছে, লোকজন ততই মাস্ক ব্যবহারে উদাসীন হচ্ছেন। মাস্ক ছাড়া বাইরে না যেতে সরকারের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি দেওয়াসহ নানা মাধ্যমে প্রচার চালানো হলেও তাতে কাজ হচ্ছে না। মাস্ক না পরলে জেল-জরিমানার ঘোষণা দেওয়া হলেও মাঠপর্যায়ে এর প্রয়োগ সীমিত।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে করোনাভাইরাসের সংক্রমণ কমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, গোষ্ঠীতে সংক্রমণ (করোনা নতুন ধরেন অমিক্রম) ঠেকাতে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
কিন্তু সরজমিন গিয়ে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন
সরকারের পূর্বে ঘোষিত (২৬ই ফেব্রুয়ারী) সারা
দেশে এক যুগে ১ কোটি করোনা ১তম ডোজ ভেকসিন দেওয়া হবে তারই ধারাবাহিকতায়
সকাল থেকে ঈদগাঁও উপজেলা ইসলামাবাদ ইউনিয়নের জাহানারা বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে করোনা টিকা প্রদান করা হয়।
এর আগে প্রতিটি ওয়ার্ডেও মাইকিং করেন ইউনিয়ন পরিষদ, ফলে টিকা নিতে মানুষের আগ্রহ দেখা দেয় এতে সৃষ্টি হয় দীর্ঘ লাইন ও উপচেপড়া ভিড়। লোকে মুকে সামাজিক দূরত্বের ও মাস্ক পড়তে দেখা যায়নি টিকা নিতে আসা মানুষদের। মাস্কের ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করা না গেলে ঈদগাঁওতে সংক্রমণ আবার বাড়তে পারে বলে আশংকা করছেন সচেতন মহল।
মঙ্গলবার ( ২৬ই ফেব্রুয়ারী) ঈদগাঁও , ইসলামাবাদ, ইসলামপুরে , টিকা কেন্দ্র গুলোতে দেখা যায় সামাজিক দূরত্বের কোন বালাই নেই টেলাটেলি টাঁসা টাসি করে করে লাইনে দাঁড়ানো শতকরা ৮০ থেকে ৯০ ভাগ লোকই মাস্ক ব্যবহার করছেন না।
গণপরিবহনের শ্রমিক ও যাত্রী, হাটবাজারের ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, ধর্মীয় উপাসনালয়ে আগত ব্যক্তি, পথচারীদের মধ্যেেও মাস্ক ব্যবহারে উদাসীনতা দেখা গেছে।
ঈদগাঁও বাজার, ইসলামপুর বাজার, নতুন অফিস বাজারে গিয়ে দেখা যায়, সবজি, মাছ, মুদি, ফল বিক্রেতাসহ অধিকাংশ দোকানদারের মুখেই মাস্ক নেই। অনেক ক্রেতাও আসছেন মাস্ক ছাড়া। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, মাস্ক না পরে ক্রেতা-বিক্রেতারা কোনো পণ্য ক্রয়-বিক্রয় করতে পারবেন না। বাজারে মাস্ক ব্যবহার নিশ্চিত করার জন্য প্রচার প্রচারণা চালালেও তা মানছেনা কেও।
এ বিষয়ে স্বাস্থ্য পরিদর্শক জনাব, নাসির উদ্দীনের সাথে কথা হলে তিনি জানান প্রতিটি ওয়ার্ডে পূর্বে ঘোষিত ২৬ তারিখ এক যোগে সারা দেশে করোনা ১তম ডোজ ভেকসিন দেওয়ার তথ্য মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে এতে সবাইকে মাস্ক পড়ে আসা ও সমাজিক দূরত্ব বজায় রাখতেও অনুরোধ করা হয়। আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ইসলামবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর ছিদ্দিক বলেন মাইকিং এর মাধ্যমে আমরা বলে দিয়েছি। পরিস্থিতি সাভাবিক রাখতে প্রশাসন রয়েছেন এবং পর্যাপ্ত পরিমান স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন ।
Leave a Reply