আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

লালবাগে মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন- কর্ম-অবদান শীর্ষক জাতীয় কনফারেন্স অনুষ্ঠিত

আবনায়ে জামেয়া লালবাগ-এর উদ্যোগে লালবাগ মাদরাসায় মুজাহিদে মিল্লাত মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন-কর্ম-অবদান শীর্ষক জাতীয় কনফারেন্সে বক্তারা বলেছেন, মুফতী আমিনী রহ. ছিলেন আলোর মিনার, ইখলাস ও নিষ্ঠায় ছিলেন অনন্যা। সত্য প্রকাশে তিনি কোন রক্তচক্ষুকে ভয় করতেন না। তাঁর মেধা-মনন ছিল শাণিত। ইসলামী চিন্তার স্বচ্ছতা, যুক্তির দীপ্তি তার ব্যক্তিত্বকে সব সময়ই আলোকিত করে রাখতো।

বক্তারা বলেন, ঈমান, আমল, খানকা, হাদিসের মসনদ, রাজনীতি সবখানেই মুফতী আমিনী রহ.-এর সরব পদচারণা ছিল। তাঁর রাজনৈতিক জীবন ছিল সমৃদ্ধ। তিনি ইসলাম ও দেশের স্বার্থ বিরোধী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে সর্বদা সোচ্চার ভূমিকা পালন করতেন। সংসদ সদস্য হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করলেও কোন গোয়েন্দা সংস্থা তাঁর বিরুদ্ধে দূর্নীতির ন্যূনতম অভিযোগ দায়ের করতে পারেনি। তিনি আকাবের ও আসলাফের পথ অনুসরণ করতেন। সাফল্য অর্জন করতে হলে আমাদেরকেও তার দেখানো পথেই চলতে হবে।

তারা বলেন, আন্দোলনের ময়দানেও মুফতী আমিনী রহ. ছিলেন সবার আস্থার জায়গা। এজন্য তিনি ইসলাম, দেশ ও জাতির স্বার্থে কোন আন্দোলনের ডাক দিলে দল-মত নির্বিশেষে সবাই ছুটে আসতেন।

বক্তারা বলেন, বর্তমানে দেশের মুসলমানদের এই দুঃসময়ে মুফতী আমিনীর মত একজন আপোষহীন নেতার বড়ই প্রয়োজন, যার হুংকারে বাতিলের মসনদ কেঁপে উঠবে। মুসলিম জাতি আজ এমন একজন আলোকিত নেতার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছে।

বক্তারা আরও বলেন, লালবাগ জামেয়া আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ., হযরত হাফেজ্জী হুজুর রহ.সহ আকাবেরদের আমানত এবং বহু কালজয়ী ইতিহাস, ঐতিহ্যের স্বাক্ষী। এই দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অতীতেও কেউ পার পায়নি। বর্তমানেও ষড়যন্ত্র করে কেউ পার পাবে না। আবনায়ে জামেয়ার সদস্যরা তাদের প্রাণের জামেয়াকে রক্ষায় সর্বদা প্রস্তুত।

আজ রোববার আবনায়ে জামেয়া লালবাগ-এর উদ্যোগে লালবাগ মাদরাসায় অনুষ্ঠিত মুফতী ফজলুল হক আমিনী রহ.-এর জীবন-কর্ম-অবদান শীর্ষক জাতীয় কনফারেন্সে বক্তারা এইসব কথা বলেন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুটি অধিবেশনে চলে কনফারেন্সের কার্যক্রম। অংশ নেন ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবনায়ে জামেয়ার সদস্যবৃন্দ।

কনফারেন্সে সভাপতিত্ব করেন লালবাগ মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা মুহিব্বুল্লাহ। বক্তব্য রাখেন যাত্রাবাড়ী মাদরাসার প্রিন্সিপাল, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-(বেফাক)-এর সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান, ফরিদাবাদ মাদরাসার মুহতামীম মাওলানা আব্দুল কুদ্দুস, লালবাগ মাদরাসার মজলিসে শুরা প্রধান মাওলানা হাবিবুর রহমান, শায়খ জাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের মহা-পরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা হিফজুর রহমান, শাহতলীর পীর মাওলানা আবুল বাশার, মুফতী আমিনী রহ.-এর সাহেবজাদা মাওলানা আবুল হাসানাত আমিনী, লালবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতী ফয়জুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুর পুর, মাওলানা এহতেরামুল হক পীর সাহেব উজানি, এ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব, মুফতী গোলাম রহমান-খুলনা, জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামীম মাওলানা শাব্বির আহমদ রশিদ, মাওলানা লেহাজ উদ্দিন-গাজীপুর, বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মাওলানা মুহিব্বুল্লাহ আল-বাকী, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী আবুল হোসাইন, ইসলামবাগ মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুফতী তৈয়্যব হোসাইন, খিলগাঁও নতুনবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুহিউদ্দীন ইকরাম, গাজীপুর খালেকিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফজলুর রহমান, বড়কাটারা মাদরাসার মুহতামীম মুফতী সাইফুল ইসলাম, মাওলানা আনসারুল হক ইমরানসহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget