আবু মাহাজ, প্রতিনিধিঃ
ভোলার লালমোহনে উপজেলা ও পৌরসভা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা ও পৌরা কৃষকলীগের আয়োজনে লালমোহন বাজার চৌরাস্তায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও লালমোহন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী শাওন।
পরে দ্বিতীয় অধিবেশনে শেষে আগামী ৩ বছরের জন্য মোখলেস বকশীকে উপজেলা কৃষকলীগের সভাপতি, শাহীন আলম মাকসুদকে সাধারণ সম্পাদক এবং আবুল বাশার কে পৌরসভা কৃষকলীগের সভাপতি ও রিপন মাহমুদ কে সাধারণ সম্পাদক ঘোষণা করেন ভোলা জেলা কৃষকলীগের সভাপতি আল মামুন অর রশিদ।
উপজেলা কৃষকলীগের সভাপতি মোখলেছুর রহমান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার,ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
Leave a Reply