গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে মহিলা মাদক ব্যবসায়ীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরাইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বলেও জানা যায়।
জানা গেছে, বিভাগীয় নগরীকে মাদকমুক্ত করতে জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা’র দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম এর নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীসহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ডিবি পুলিশের এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ২৭ ফেব্রুয়ারী রবিবার কোতোয়ালী থানাধীন পাটগুদামস্থ হাজী কাশেম আলী কলেজের সামনে হইতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী মোছাঃ সুরাইয়া বেগম (২৮),নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
একই তারিখ অপর আরেকটি অভিযানে এসআই মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ত্রিশাল থানাধীন গোপালপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল (৩০), আটক করা হয়। আজ আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
Leave a Reply