আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৫

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম-সেবা’র নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই খোরশেদ আলমের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হল- গৌরীপুরের শান্ত মিয়া ও জাহাঙ্গীর আলম।

অপর অভিযানে এসআই মানিকুল ইসলাম নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে ডাকাতির চেষ্টা (পুরাতন) মামলার আসামী ফরিদ আহমেদকে গ্রেফতার করে। এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম খাগডহর রেলক্রসিং হইতে ডাকাতির চেষ্টা (পুরাতন) মামলার আসামী সোহাগ এবং এসআই সোহেল রানার নেতৃত্বে আরেকটি টীম অভিযান আদালতের পরোয়ানাভুক্ত আসামী পরানগঞ্জের মফিদুল ইসলামকে গ্রেফতার করে।

আজ ২৮ ফেব্রুয়ারী ২০২২ তারিখ সোমবার গ্রেফতারকৃত আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget