নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।
৫০তম জাতীয় স্কুল ও মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার(২৮ ফেব্রুয়ারি ) বিকালে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক শিক্ষা অফবসার মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান এসএফএএম শাহজাহান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার।
অন্যান্যের মধ্যে পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা মিয়া, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলার ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৫ টি ভিন্ন ভিন্ন ভ্যানুতে ৫ দিন ব্যাপী শীতকালীন এই ক্রীড়া প্রতিযোগীতার ৩৭ টি ইভেন্টে অংশগ্রহণ করে।
Leave a Reply