নাহিদ মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের আধুনিক স্টেডিয়ামের পাশে বিশাল ময়লার ভাগাড়ে আগুন লেগেছে। ভাগাড়ে লাগা আগুনের বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে শহরের রাজনগর, সুলতান মাহমুদপুর এলাকা।
গতকাল মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় কে বা কারা ভাগাড়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেছেন স্থানীয় পথচারীরা।
এদিকে, পথচারীদের নাক মুখ বন্ধ করে চলাচল করতে হয়েছে। আগুনের ধোঁয়ায় আশপাশের এলাকাগুলো ধোঁয়ায় ছেঁয়ে যাওয়ায় অনেকের নাক মুখ দিয়ে পানি পড়েছে, চোখ লাল হয়ে যায়।
বিষয়টি নিয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম তিনি জানান, দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। কে বা কারা আগুন লাগিয়েছে সেটি খোঁজা হচ্ছে।
Leave a Reply