গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম (সেবা) এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার) এর নির্দেশে অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
এরই ধারাবাহিকতায় ০২ মার্চ ২০২২ তারিখ সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ১১ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এরই মাঝে এসআই (নিঃ) উত্তম কুমার দাস এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ভাটি বাড়েরা গ্রামস্থ জনৈক কামালের বাড়ীর সামনে সরকারী রাস্তার উপর হইতে মাদক মামলার আসামী ১। আঃ আজিজ @ আইজ্যা (৩৫), পিতা-মৃত আঃ বারেক, সাং-ভাটিবারেরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ১৫(পনের)পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) রাশেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র থানাধীন গন্দ্রপা ক্যান্টানমেন্ট এলাকার পাশে বাংলাদেশ ব্যাংক হইতে ২০০ গজ পূর্ব দিকে বন্দের বাড়ির ভিতর হইতে অপহরন ও চাঁদা দাবী মামলার আসামী ১। শেখ সাব্বির হোসেন (৩৪), পিতা-মৃত আমান উল্যাহ, মাতা-মিনারা খাতুন, ২। মোঃ নাঈম হোসেন(২৪) পিতা- মোঃ নুর হোসেন, মাতা-নার্গিস বেগম, উভয় সাং-গন্দ্রপা, ২৯ নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আনিছুর রহমান এর নেতৃত্বে একটি টীম অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অত্র কোতোয়ালী মডেল থানাধীন কাশর এলাকা হইতে অন্য্যন্য মামলার আসামী ১। এস,এম আলম (৫০), পিতামৃত-খাজা এইচ আর শাহ, সাং-১৩/ক/১ কাশর জেলা রোড (পুলিশ লাইন্স মোড় সংলগ্ন), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এ ছাড়াও এসআই(নিঃ)তাইজুল ইসলাম, এসআই (নিঃ)আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) হুমায়ুন কবির, এএসআই (নিঃ) সানজিদ, এএসআই(নিঃ) আমিনুল ইসলাম, এএসআই (নিঃ) ইলিয়াছ খান এবং এএসআই (নিঃ) হযরত আলী অত্র থানা এলাকার বিভিন্ন স্থান অভিযান পরিচালনা করিয়া জিআর গ্রেফতারী পরোয়ানায় ০৬জন এবং সিআর গ্রেফতারী পরোয়ানায় ০১জন মোট ০৭জন আসামীদেরকে গ্রেফতার করে।
জিআর পরোয়ানাকৃত আসামীরা হলোঃ মোঃ সেলিম, পিতামৃত-আশরাফ আলী, সাং-দিঘারকান্দা বোর্ড ঘরের পাশে, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।সজিব, পিতা-মোঃ সাতু মিয়া, সাং-আকুয়া মাদ্রাসা কোয়াটার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।এরশাদ খান (৩২), পিতামৃত-ছমেদ আলী খান, সাং-চর নিলক্ষীয়া খালপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
এবাদুল খান (৪৫), পিতামৃত-ছমেদ আলী খান, সাং-চর নিলক্ষীয়া খালপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। স্বপন খান (৩৮), পিতামৃত-ছমেদ আলী খান, সাং-চর নিলক্ষীয়া খালপাড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।মাতাব উদ্দিন মাতু, পিতা-হযরত আলী, সাং-বোররচর বনপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।সিআর পরোয়ানায়ঃ সুমন, পিতা-মালেক, সাং-বাটিবাড়েরা থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply