আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আল আমিনের বাধায় নিম্নমানের সামগ্রী তুলে নিতে বাধ্য হলেন ঠিকাদার

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহের চরাঞ্চলের শম্ভুগঞ্জ টু পরানগঞ্জ রাস্তাটি নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে বিভিন্ন ব্যক্তি। এ পোস্ট দেখে স্ব-শরিরে উপস্থিত হন সিরতা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী, জনাব আল আমীন, সাবেক ফুটবলার শেখ রাসেল ক্রীড়াচক্র।

উপস্থিত হয়ে আল আমীন চর খরিচা বাজারস্ত রাস্তার কাজটি বাঁধা প্রদান করে আটকিয়ে দেয়। সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসা করা হলে কোন উত্তর নেই তাদের কাছে। পরে নিম্ন মানের সামগ্রী গুলি তুলে নিতে বাধ্য করে সিরতা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার শেখ রাসেল ক্রীড়াচক্র আল আমীন।

এ বিষয়ে আল আমীন সাংবাদিকদের বলেন এটা আমার এলাকা এই এলাকায় আমার পূর্ব পুরুষসহ সকলেই আজ পর্যন্ত এ রাস্তা দিয়ে চলাচল করে আসছে। দিন রাত এ রাস্তা দিয়ে আমি চলাচল করছি। আমার এলাকার রাস্তা নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করবে এটা হতে দিবো না।

তিনি আরও বলেন, কাজের মান দেখে সংশ্লিষ্ট ঠিকাদারসহ সাব ঠিকাদার উনাদের সাথে কথা বলি পরে অফ রেখে নিম্ন মানের সামগ্রী গুলি তুলে নিয়ে যেতে বাধ্য করি। আশা করি এখন থেকে এ রাস্তায় আর নিম্ন মানের সামগ্রী ব্যবহার করার ইচ্ছে করবে না।

সিরতা ইউনিয়নের রাকিবুল হাসান নামে এক ফেসবুক ব্যবহারকারী তাঁর ফেসবুকে পোস্টকৃত বক্তব্য হুবহু তুলে ধরা হলোঃ-

আমাকে যদি কেউ প্রশ্ন করতো দেশের কোথায় দূর্নীতি ও অনিয়ম হচ্ছে? আমি চিৎকার করে প্রশ্ন ছুড়ে দিতাম দূর্নীতি ও অনিয়ম হচ্ছে না কোথায়! এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশের পাকা রাস্তার ব্যায় সবচেয়ে বেশি কিন্তুু টিকসই করে কম।

সরকার উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বাজেটের কমতি নেই কিন্তুু স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে আজ দেশটি মাদকাসক্তের মতো দূর্নীতি ছেয়ে গেছেও বলে উল্লেখ করেন।

এটি ময়মনসিংহ সদর উপজেলাধীন শুম্ভুগঞ্জ টু পরানগঞ্জ রাস্তা সংস্কারের দৃশ্য। প্রত্যেক প্রকল্পের সাইনবোর্ড স্থাপন করা উচিত এখানে বাজেটসহ কত কিলোমিটার, এবং কি মানে সামগ্রী দেওয়া হবে এবং প্রকল্প শুরু ও শেষ করার তারিখসহ উল্লেখ থাকবে।কিন্তুু সাইনবোর্ড স্থাপন করা হয় ঠিকই কাজ সম্পূর্ণ হওয়ার পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget