আজিজুর রহমান রাজু। কক্সবাজার
কক্সবাজার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের বামন কাটা এলাকার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে খাদ্য ,বস্ত্র ও প্রয়োজনীয় জিনিস পত্র দিয়ে সহযোগিতা করেছেন ঈদগাঁও সাংবাদিক ফোরাম।
শুক্রবার ( ১১ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে বর্নিত এলাকার ক্ষতিগ্রস্তদের নিজ বাসায় গিয়ে ফোরামের নেতৃবৃন্দরা তাদের হাতে খাদ্য পন্য ও অন্যান্য সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও প্রেসক্লাবের সভাপতি, ঈদগাঁও নিউজ ডটকম এর চেয়ারম্যান রেজাউল করিম, ঈদগাও হাই স্কুল প্রাক্তন ছাত্র ব্যাচ ৯০ এর সাংগঠনিক সম্পাদক চন্দন পাল বাবু, ঈদগাঁও সাংবাদিক ফোরামের সভাপতি শেফাইল উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুল আজিম মিন্টু, সাংগঠনিক সম্পাদক সাইমন সরোয়ার কায়েম, ফোরামের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন, আজিজুর রহমান রাজু, ইসলামপুর ব্লাড ডোনার সোসাইটির এডমিন সালা উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দরা প্রতি পরিবারে কোরআন শরীফ, জায়নামাজ,শাড়ী, লুঙ্গি,চাল,আলুসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।এ মহৎ কাজে যারা সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দরা ।
প্রসঙ্গত, রবিবার ( ৬ মার্চ) গভীর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বামন কাটা এলাকার
রশিদ আহম,আলী আহমদ , শাহেনা আক্তারসহ ৫ টি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । নিমিষেই আগুন ছড়িয়ে পড়লে ৫টি পরিবারের সব কিছুই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
Leave a Reply