আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে “ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স” শীর্ষক প্রশিক্ষণ।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।

ময়মনসিংহে ৩ দিনব্যাপী নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের জন্য “ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ কোর্স” শীর্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জানা গেছে, গত ০৯ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ থেকে ১১ মার্চ ২০২২ খ্রিস্টাব্দ পর্যন্ত ৩ দিনব্যাপী নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দের জন্যই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ১ম পর্যায়ে ৬টি উপজেলার ৫৭ জন চেয়ারম্যান এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম, এমপি । বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব হেলালুদ্দীন আহমদ।

সমাপনী অনুষ্ঠানে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ। প্রশিক্ষণ কোর্স সার্বিকভাবে তত্ত্বাবধান করেন জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), ময়মনসিংহ।

এ প্রশিক্ষণটির সার্বিক আয়োজনে ছিল জেলা প্রশাসন, ময়মনসিংহ এবং সহযোগিতায় ছিল জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget