আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কক্সবাজারের ঈদগাঁওতে সফল ভাবে সম্পন্ন হলো শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচী,সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা।

আজিজুর রহমান রাজু। কক্সবাজার

শিক্ষার্থীদের অংশগ্রহণ ঝুঁকিমুক্ত ও নিরাপদ করতে প্রত্যেক শিক্ষার্থীকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছিলো সরকার। এর অংশ হিসেবে প্রহেলা নভেম্বর থেকে শুরু হওয়া টিকা কার্যক্রমের শুরুতে ঈদগাঁও উপজেলার শিক্ষার্থীদের টিকা নিতে দীর্ঘ ৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজার বিয়াম ফাউন্ডেশন স্কুলে যেতে হতো৷

জেলার বিভিন্ন উপজেলা থেকে বিয়াম ফাউন্ডেশনে টিকা নিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের কারণে কিছুটা দূর্ভোগ পড়েছিল শিক্ষার্থীদের । কোমলমতি এসব শিক্ষার্থীদের ভোগান্তির কথা চিন্তা করে সদর ইউএনও মিল্টন রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী এহসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সেলিম উদ্দিন, ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত ও বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সভাপতি এনামুল হক এনামের প্রচেষ্টায় করোনার টিকা কেন্দ্র ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থাপন করার মাধ্যমে দূর্ভোগ লাঘব করা সম্ভব হয়েছে৷

ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে টিকা কার্যক্রম জানুয়ারির ২৫ তারিখ থেকে শুরু হয়ে ( শনিবার ১২ মার্চ) শেষ হয়েছে৷ এই কেন্দ্রে ৭ম ধাপে ঈদগাঁও উপজেলার প্রায় ২০ হাজার শিক্ষার্থীকে ১ম ও ২য় ডোজ করোনার টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা এনামুল হক এনাম৷

ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত বলেন, দীর্ঘ ৩৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কক্সবাজার গিয়ে শিক্ষার্থীদের টিকা নেওয়াটা চ্যালেন্জিং ছিলো৷ নিরাপত্তার সমস্যা সহ নানান দূর্ভোগ থেকে রেহাই দিয়ে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে টিকা কেন্দ্র স্থাপন ও সুন্দর ভাবে টিকা কার্যক্রম শেষ করায় মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসময় উপস্থিতি শিক্ষার্থী নওরিন হাসনাত বলেন দীর্ঘ ৩৩ কিলোমিটার দূরে কক্সবাজার গিয়ে লাইনে দাড়িয়ে টিকা নিয়ে আবার বাসায় ফেরা আমাদের জন্য খুবই কষ্ট হয়ে যেত প্রথম ডোজ কক্সবাজারে নিলেও দ্বিতীয় ডোজ ভেকসিন ঈদগাঁওতে দিতে পেরে খুবই ভালো লাগতেছে অনেক কষ্ট থেকে রেহাই পেয়েছি।

নুরুল আমিন এর পিতা ছিদ্দিক আহমেদ বলেন
ছেলে-মেয়েদের কক্সবাজারে পাঠিয়ে সারাদিন আমরা চিন্তিত থাকি রাস্তাঘাটের যে অবস্থা কোন দূর্ঘটনার কবলে পড়লো কিনা। ঈদগাঁওতে টিকা কার্যক্রম চালু হওয়ার পর থেকে স্বস্তি ফিরে পাই।
মাননীয় প্রধানমন্ত্রীসহ সংসৃষ্ট কর্তৃপক্ষকে
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget