মোঃ নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে সাতজন জুয়াড়ি কাছ থেকে খেলার সামগ্রী ও নগদ অর্থ সহ গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাত শনিবার ৯টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এস,আই, হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা বুল্লা ইউনিয়নের বুল্লা গ্রামের ইউনুস মিয়ার বসত বাড়ি থেকে সাতজন জুয়াড়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাতজন আসামি হলেন:- ইউনুস মিয়া (৫০) পিতা মৃত মাহারাজ মিয়া ছেলে, মাফুজ মিয়া (৪৫) পিতা মৃত সাধু মিয়া ছেলে, জব্বার মিয়া (৩৫) পিতা মৃত নুরধন মিয়া ছেলে, বিমল পাল (৩৫) পিতা গীরেন্দ্র পাল ছেলে সর্ব সাং বুল্লা, আলমগীর মিয়া (৪৫) পিতা আব্দুল বাকী ছেলে, সোহেল মিয়া (৩০) পিতা মৃত অহিদ মিয়া ছেলে সর্ব সাং খাটুরা, ইউনুস আলী (৫০) পিতা মৃত খোরশেদ আলী ছেলে, সাং বানেশ্বর, বুল্লা ইউনিয়ন উপজেলার বাসিন্দা। গ্রেপ্তারের সময় আসামি দের কাছে থেকে তাস ও নগদ অর্থ দুই হাজার ১’শ ২০’ টাকা উদ্ধার করেন আসামি দের থানা হাজতে আনা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বুল্লা ইউনিয়ন এর নবনির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বলেন, আমার ইউনিয়নের জুয়া ও মাদক বন্ধে আমি সবসময় সক্রিয় ভুমিকা পালন করব।
উল্লেখিত বিষয়ে কথা হয় মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক সত্যতা স্বীকার করে জানান গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়াড়ি আইনে ৩/৪ ধারা নিয়মিত মামলা রুজু করে আজ রবিবার ১৩ মার্চ দুপুরে দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply