গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ ২০২২) খ্রিস্টাব্দে বিকাল ৪.০০ ঘটিকায় ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গনে জেলা প্রশাসন ময়মনসিংহ- এর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক),ময়মনসিংহ।
এ সময়ে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি,ময়মনসিংহ রেন্জ, জনাব মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা) পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ, জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বীর মুক্তিযাদ্ধাবৃন্দ এবং জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply