আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

পঞ্চগড়ে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন

পঞ্চগড় জেলার প্রতিনিধি মোঃ ফিরোজ হোসেন।

পঞ্চগড় জেলা শাখার ,বিপি স্কুল মাঠে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম সভা সকাল ১০,৩০ মিনিটে অনুষ্ঠিত হয়। উদ্বোধন সভায় সভাপতিত্ব করেন। বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি, এডভোকেট মোঃ নুরুল ইসলাম সুজন এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে রেলমন্ত্রী বলেন, পঞ্চগড় জেলার নিম্নবিত্ত দরিদ্র মানুষ যাদের চাল,ডাল পেঁয়াজ ইত্যাদি পণ্য ক্রয় করতে কষ্ট হয়। তাই সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে স্বল্পমূল্যে টিসিবির পণ্য বিক্রয় ও কার্ড এর মাধ্যমে পণ্য বিক্রয়ের সিন্ধান্ত নেয়া হয়েছে। আজকের উদ্বোধন সভায় চিনি, সোয়াবিন তেল ,মশারির ডাল, এই তিনটি পণ্য বিতরণ করা হবে। এরপরে পবিত্র মাহে রমজান মাসে দ্বিতীয় পর্বে দেওয়া হবে – ২ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি আতপ চাল।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের গরিব দরিদ্র মানুষ এর মাঝে শান্তি-শৃঙ্খলা নীতি আদর্শ ও ক্ষুধা নিবারণ করে। সাধারণ ও গরিব দরিদ্র ,দুঃখী মেহনতী মানুষের মুখে হাসি ফুটানো।  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের জন্য যুদ্ধ করে দেশের কল্যাণে কাজ করে জীবন উৎসর্গ করে দিয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের মানুষের শান্তি ও কল্যাণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সভায় উপস্থিত ছিলেন , আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান, পঞ্চগড় জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, পঞ্চগড় জেলা শাখার সম্মানিত মেয়র, জেলা শাখার সম্মানিত পুলিশ সুপার, অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget