আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র ময়মনসিংহ শাখার মতবিনিময় সভা।

স্টাফ রিপোর্টারঃ আজ রবিবার ২০ মার্চ ২০২২ তারিখ রবিবার বিকাল ২ঘটিকা থেকে শুরু করে টানা ৩ ঘন্টা ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর মোড়ে অবস্থিত ডি এস কামিল মাদরাসার হল রুমে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’র ময়মনসিংহ মহানগর কমিটি’র উদ্যোগে নব নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত। উক্ত সভায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ শাখার উপদেষ্টা ও দৈনিক ময়মনসিংহ প্রতিনিধি পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ড. ইদ্রিস খান। সভায় মহানগর কমিটির সভাপতি জিয়াউর রহমান মিন্টু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ এর চেয়ারম্যান জনাব, ইউসুফ খান পাঠান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ শাখার উপদেষ্টা কমিটির সদস্য ডাঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুশিদুল আলম। উক্ত নব নির্বাচিত কমিটি’র পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, তৃণমূল থেকে এগিয়ে যেতে হয় উচ্চ পর্যায়ে। আমার এ সংগঠনটির নাম ও সংগঠন এর কার্যক্রম পছন্দ হয়েছে। আমি সর্বদাই এ সংগঠনের পাশে আছি এবং থাকবো। এ সময় সভায় ড. ইদ্রিস খান বলেন, সংগঠনটি সারা দেশে জেলা উপজেলা ভিত্তিক কমিটি রয়েছে, সারা দেশে এ সংগঠনটি একটি শক্তিশালী সংগঠন। যেখানেই সাংবাদিক নির্যাতন সেখানেই প্রতিরোধ গড়ে তোলে এ সংগঠনের নেতৃবৃন্দ। অল্প সময়ের মাধ্যমে সারা দেশে এ সংগঠনটি সংবাদকর্মীবৃন্দের মন কেড়ে নিয়েছে। এমনকি আস্থা অর্জন করেছে এ সংগঠনটি। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক শামীম হোসাইন। আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক ও গফরগাঁও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাজহারুল হক, গফরগাঁও উপজেলা কমিটির সভাপতি সালাউদ্দিন উজ্জ্বল, ফুলবাড়িয়া উপজেলার সভাপতি, মির্জা মীর্জা মনজুরুল হক, নান্দাইল উপজেলা কমিটির সভাপতি মোখলেছুর রহমান প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ মহানগর কমিটির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিঠু ও বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মোরসালিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget