নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ছাতক থানার ২০০৫ সালের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলায় ২ বছরের সাজা ছিল হবিগঞ্জের মাধবপুরে উত্তর বড় গ্রামের যুবক পেয়ার হোসেন (৪০) এর। সাজার ভয়ে গ্রেফতার এড়াতে তিনি ১৩ বছর দুবাইয়ে পালিয়ে ছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না তার অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি। জানা যায়”সোমবার (২১মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর থানার এসআই আব্দুল কাদের সঙ্গীয় ফোর্স নিয়ে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে পেয়ার হোসেন কে । সে উপজেলার উত্তর বড় গ্রামের সামসু মিয়ার পুত্র। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রাজ্জাক জানান আসামী পেয়ার হোসেন গ্রেফতার এড়াতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১৩ বছর পালিয়ে ছিলেন। তার বিরুদ্ধে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ছিল। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply