আজিজুর রহমান রাজু। ঈদগাঁও খোলা আকাশের নিচেই রাত কাটালেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামবাদ ইউনিয়নের রাজঘাট এলাকার বাসিন্দা আব্দু শুক্কুরবারে ছেলে দিনমজুর আবু তাহের এর পরিবার । মঙ্গলবার (২২ মার্চ ) সকালে ভস্মীভূত ঘরের উঠানে বসতঘর পুড়ে অসহায় পরিবারটির সঙ্গে কথা বলে হলে জানায় যায় তাদের দুঃখ-দুর্দশার কথা। দেখা মেলে তাদের কষ্টের আহাজারি। এসময় দিন মজুর আবু তাহের বলেন ঘর পুড়ে গেছে সাথে আমার কপালও পুড়ে গেছে। আমি দীর্ঘদিন জটিল লিভার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে আসছি এমনিতে ৩ সন্তান নিয়ে খেয়ে না খেয়ে কোন রকম দিন পার করে আসছিলাম কিন্তু আগুনে আমার সব শেষ করে দেয়। এখনো কেউ কোনো সাহায্য করেনি। খোলা আকাশের নিচে রাত কাটাইছি ৩ সন্তান নিয়ে । প্রতিদিন দূর-দূরান্ত থেকে অনেকে আসেন আগুনে পুড়া বাড়িটি দেখতে সবাই ছবি তুলে চলে যায় কেও কোন রকমের সহায়তা করেনা। কান্না জনিত কন্ঠে বলেন, কতো মানুষ আসে আর যায় কিন্তু কেও তো সহার্য্য করলোনা পুড়ে যাওয়া ঘরের সামনে স্ত্রী জুবেইরা আক্তার ও স্বামী আবু তাহের চোখের পানির সাথে দীর্ঘশ্বাস ছাড়েন । পরিবার এখন কোথায় গিয়ে মাথা গুঁজবেন তা ভাবিয়ে তুলছে তাদের। কারও কাছ থেকে কোনো সাহায্যের আশ্বাস না পেয়ে হতাশায় ভুগছেন পরিবারটি। সারা রাত খোলা আকাশের নিচে কাটিয়ে সকাল হতে না হতেই হতদরিদ্র এই পরিবারটি মধ্যেও কিছু পাওয়া যায় কিনা সে আশায় খোঁজাখুজি শুরু করেন। সহায়-সম্বল হারিয়ে অসহায় হয়ে সাহায্যের আশায় পথ চেয়ে বসে আছেন। সোমবার (২১ মার্চ) সকাল ১০ টায় ওই বাড়িতে আগুন লাগলে প্রায় ১ ঘণ্টা আগুন জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী । অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়িটির সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ সময় বাড়িতে কেও উপস্থিত না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজঘাট আবু তাহের বাড়ি নিজ বাড়ি থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘরটিতে কাপড় চোপড় – মূল্যবান আসবাবপত্র, হাসঁ-মুরগী, খাদ্যসামগ্রী সম্পূর্ণ ভাবে পুরে ছাঁয় হয়ে যায়। চুলা থেকে অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডে ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে পরিবার সুত্রে নিশ্চিত করেন। এবিষয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলামের সাথে কথা হলে তিনি আগুনো পুড়ার বিষয়টি নিশ্চিত করেন এবং ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস দেন ।
Leave a Reply