নাহিদ মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর পৌরসভা (ডাক বাংলো) বাস স্ট্যান্ড এলাকায় থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ স্বপন খন্দকার (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ২৪ শে মার্চ ভোরে সকালে দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাধবপুর থানার এস আই মানিক কুমার সাহা ও এস আই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর পৌরসভার (ডাক বাংলো) বাস স্ট্যান্ড এলাকায় সিলেটগামী বাস গাড়ি থেকে নামার পরে স্কুল ব্যাগে ঝুলানো অবস্থায় তল্লাশি করে ভারতীয় ৫০ বোতল ফেনসিডিল ও একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হলেনঃ স্বপন খন্দকার (৪৭) পিতা – আব্দুল হক খন্দকার, গ্রাম ডালরপাড়া থানা কোম্পানিগঞ্জ জেলা সিলেট।
এ বিষয় সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুর রাজ্জাক জানান, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করে, বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply