গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ
আজ শনিবার (২৬ মার্চ ২০২২) খ্রিস্টাব্দে সকাল ৮.০০ ঘটিকায় জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর আয়োজনে রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, সম্মিলিত কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মো: শফিকুর রেজা বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: শাহ্ আবিদ হোসেন, বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ রেন্জ, জনাব মোহা: আহমার উজ্জামান (পিপিএম,সেবা)পুলিশ সুপার,ময়মনসিংহ,জনাব মোঃ জাহাঙ্গীর আলম, উপ-পরিচালক (স্থানীয় সরকার), অধ্যাপক ইউসুফ খান পাঠান, চেয়ারম্যান, জেলা পরিষদ, ময়মনসিংহ, জনাব সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জনাব আয়েশা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জনাব পুলক কান্তি চক্রবর্তী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বীর মুক্তিযাদ্ধাবৃন্দ এবং জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারী দপ্তরে কর্মরত কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply