আজিজুর রহমান রাজু। কক্সবাজার
শনিবার (২৬ মার্চ) ভোররাতে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকা থেকে ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৯ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলেন, ঈদগাঁও উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা ফিরোজ ওরফে মোস্তাক ডাকাত, একই এলাকার মো. শরীফ ওরফে শরীফ কোম্পানি ও নুরুল ইসলাম। তিনজনই সম্প্রতি শহরের আদালত চত্বর থেকে নারীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে কক্সবাজার র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল খায়রুল ইসলাম সরকার জানান, শনিবার ভোররাতে ঈদগাঁও উপজেলার নাপিতখালী এলাকা থেকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার তিন আসামি গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের আস্তানা থেকে মাটি খুড়ে একটি বিদেশী পিস্তল ও ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ধর্ষণ, ডাকাতি, চাঁদাবাজি ও বন দখলের অভিযোগে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, গেল ১৪ মার্চ কক্সবাজারের আদালত চত্বর থেকে অপহৃত হওয়ার পর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন এক নারী। ওই অভিযোগের প্রাথমিক তদন্ত শেষে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন তিনি। এ মামলায় এ তিনজনসহ আরও একজন এজাহারনামীয় আসামি রয়েছে।
Leave a Reply