ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলার লালমোহনে যথাযোগ্য মর্যাদায় ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এর আগে দিনের প্রথম প্রহরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন এমপি শাওন। এসময় উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার ও মুক্তিযোদ্ধা সহ আরো অনেকে।
Leave a Reply