গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ। ময়মনসিংহের তারাকান্দায় উম্মে কুলসুম (৭০) নামে এক মহিলাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বিসকা ইউনিয়নের বাতিকুড়া গ্রামে আজ শনিবার (২৬ মার্চ ২০২২) তারিখ দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে জনতা ২জনকে আটক করে পুলিশে দিয়েছেন। জানা গেছে, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাতিকুড়া গ্রামের আজিম উদ্দিনের স্ত্রী কুলসুম বেগম (৭০) বাড়িতে একা ছিলেন। পাশের বাড়ির রিতা বেগম নামে এক গৃহবধু নিহত বৃদ্ধা মহিলার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শব্দ শুনেন। ঠিক তখনি নিহত বৃদ্ধা মহিলার ঘর থেকে অপরিচিত ২জনকে বেড়িয়ে যেতে দেখেন। তিনি বিষয়টি অন্যদের জানানোর পর লোকজন নিহত বৃদ্ধা মহিলার ঘরে প্রবেশ করে মেঝেতে লেপ মুড়ানো অবস্থায় ওই মহিলার দা দিয়ে কুপানো ও জবাই করে হত্যা করা লাশ দেখতে পান। পরে এলাকাবাসি ধাওয়া করে পাশের সানুরা গ্রাম থেকে নরসিংদীর রায়পুর উপজেলার বেলতলী গ্রামের জাকির হোসেনের ছেলে দীন ইসলাম (১৮) ও নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার সোনারগাঁও গ্রামের মাওলানা আতিক মিয়ার ছেলে রুবেল মিয়াকে (২২) আটক করেন। এ ঘটনার খবর পেয়ে তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ আটককৃত দু’জনকে গ্রেফতারসহ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। নিহত বৃদ্ধা মহিলার মেয়ে আম্বিয়া খাতুন জানান, বাবা দ্বিতীয় সংসার করে পাশ্ববর্তী আটাদার গ্রামে থাকেন। মা গত শুক্রবার মেয়ের বাসায় বেড়াতে গিয়ে পরদিন বাড়িতে ফিরে খুন হয়েছেন। এ ঘটনায় তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের সোহেল জানান, নিহতের বড় ছেলে জজ মিয়ার সাথে পরিচিত থাকার সুবাধে আটক দুই ব্যক্তির আগে থেকেই ওই বাড়িতে আসা যাওয়া ছিলো। হত্যারহস্য উঘাটনের চেষ্টা চলছে।
Leave a Reply