আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভােলায় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালিত

আবু মাহাজ,,ভােলা জেলা প্রতিনিধি।

ভােলায় বারি চীনাবাদাম-৯, বারি সয়াবিন-৫ ও ৬ জাতর উৎপাদনশীলতা ও উৎপাদন প্রযুক্তি শীর্ষক মাঠ দিবস পালিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবষণা ইনস্টিটিউট সরজমিন বিভাগ ভােলা এর আয়ােজন আজ বৃহস্পতিবার দুপুরে ভােলা সদর উপজলার চর কুমারিয়া এ মাঠ দিবস পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর গাজীপুরর মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

বরিশাল আঞ্চলিক কৃষি গবষণা কেদ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মােঃ রফি উদ্দিনর সভাপতিত্ব অনুষ্ঠানে আরাে বক্তব্য রাখেন, জয়দেবপুর গাজীপুরের তেলবীজ গবেষণা কেদ্রের পরিচালক ড. আব্দুল লতিফ আকদ, বরিশাল আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাঃ তাওফিকুল আলম, ভােলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরর উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর ও ভােলা সরজমিন গবেষণা ইনস্টিটিউট এর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা গাজী নাজমুল হাসান প্রমূখ।

এসময় বক্তরা বলেন, অন্যান্য জাতের চাষ বারি জাতের চীনাবাদাম, সয়াবিন একটি উন্নত জাতের ফসল। এত অধিক পরিমান ফলন উৎপাদন হয়। এছাড়াও কম সময়ের অধিক পরিমান ফসল কৃষক ঘর তুলতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget