নাহিদ মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মায়ের চোখের সামনে মিজান মিয়া (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ২৭মার্চ বিকালে সময় ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদার বাড়ি বাসষ্ট্যান্ডে এঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী জানান মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামে মোখলেছ মিয়া স্ত্রী তার ছেলে মিজান কে মেয়ের বাড়ি তেলিয়াপাড়া থেকে বাস যোগে ঢাকা সিলেট মহাসড়কের আন্দিউড়া চকদার বাড়ি এসে নামে বোবরার বিকাল প্রায় ৫টার দিকে। মা ছেলে কে নিয়ে রাস্তার পূর্বপাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় দ্রুতগতিতে যাওয়া একটি মোটর সাইকে শিশু মিজান কে ধাক্কা দিলে গুরুত্বর আহত হয়। আশংকাজন অবস্হায় শিশু মিজান কে মাধবপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে কর্ত্যব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষনা করে। মায়ের সামলে ছেলের মৃত্যে কে কোন ভাবে মেনে নিতে পারছে না মা। মায়ের আহাজারিতে এক হ্রদয় বিদায় দৃশ্যের অবতারনা হয়। উল্লেখিত বিষয়ে ফোনে কথা হয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সালেহ আহম্মদ সত্যতা নিশ্চিত করে তিনি জানান মোটরসাইকেল টি থানায় আটক রাখা হয়েছে।
Leave a Reply