গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ। ময়মনসিংহ আইন শৃঙ্খলা ও নওমহল পানির ট্যাংকি এলাকার সর্বস্থরের নবনির্মিত ভবন উদ্ভোধন করা হলো ৩নং পুলিশ ফাড়ি । আজ সোমবার (২৮ মার্চ ২০২২) তারিখ বিকালে ফিতা কেটে ফাড়ি শুভ উদ্ভোধন করেন জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম – সেবা। পুলিশ সুপার বলেন, নতুন ভবন নির্মিত হওয়ায় পুলিশ আরো বেশি করে সেবা দেয়ার পরিবেশ পেয়েছে। এলাকাবাসী মাদক নিমূলে পুলিশকে সহযোগীতা করলে সহজে মাদক মুক্ত হবে। এই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকবে। এসময় উপস্থিত ছিলেন, এডিশনাল এসপি প্রশাসন ফজলে রাব্বি,এডিশনাল এসপি হেড কোয়াটার হাফিজ,৩ নং ফাড়ি ইনচার্জ সামদানী,১৪নং ওয়ার্ড কাউন্সিলর দেলোয়ার, ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর লিটন প্রমুখ। বর্তমান পুলিশ সুপার এর তত্বাবধানে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম -বার ভবনটি’র নির্মান কাজ শেষ করেন। যে সকল এলাকায় মূল পুলিশ ষ্টেশন থেকে আইন-শৃংখলা রা করা অসুবিধা হয়, সে সকল এলাকায় স্থানীয়ভাবে আইন-শৃংখলা রার জন্য যে পুলিশ ক্যাম্প গঠন করা হয় তাকে ফাঁড়ি বলা হয়। ফাঁড়ি থানার অন্তভুর্ক্ত এবং থানার অফিসার ইনচার্জের অধীনে থাকে। থানার অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশি কার্যক্রম চালাতে হয়। ফাঁড়িতে স্থানীয় জনসাধারন তাদের অভিযোগ প্রাথমিক ভাবে কর্তব্যরত কর্মকর্তার নিকট উপস্থাপন করে, যা আইনানুগ সহযোগিতা পেয়ে থাকেন। সামাজিক সমস্যা নিরুপনে পুলিশ ফাঁড়ির ভূমিকা অপরিসীম। এছাড়া দৈনন্দিন কাজের পাশাপাশি ফাড়ি পুলিশ কমিউনিটি পুলিশের সহায়তায় অপরাধ সমুহ প্রতিরোধে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে থাকেন।
Leave a Reply