আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আল্লাহর প্রেমে মাশগুল থাকার মাস রমজান -মুফতি সুলতান মহিউদ্দিন

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কামরাঙ্গীরচর রহমতিয়া জামে মসজিদের খতিব মুফতি সুলতান মহিউদ্দিন আজ জুমার বয়ানে বলেছেন, পবিত্র রমজান তাকওয়া অর্জনের মাস। আর তা অর্জন করতে হয় সিয়াম সাধনা, ইবাদত-বন্দেগি ও আল্লাহ প্রেমে মশগুল থাকার মাধ্যমে। রমজানে মুমিনগণ সারা দিন পানাহার বর্জন এবং রাত জেগে ইবাদত, দোয়া ও মোনাজাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে, যা আল্লাহ প্রেমের বহিঃপ্রকাশ।
তিনি আরো বলেন, মাহে রমজানে আমাদেরকে আল্লাহ প্রেমে পাগল হয়ে আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য ও ভালোবাসার রঙে রঙ্গিন হওয়া উচিত । কেননা মুমিন বান্দাকে ভালোবেসে মহান আল্লাহ রমজানের এ মহিমান্বিত মাস নেয়ামত হিসেবে দান করেছেন। এই মাসে নাযিল করেছেন আসমানী মহাগ্রন্থ পবিত্র কোরআন, যা আল্লাহর সাথে বান্দার সংলাপের সুবর্ণ মাধ্যম। রমজান মাসে রেখেছেন লাইলাতুল কদর যা হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহপাকের রহমত ও করুণা এ মাসে বান্দার প্রতি অধিক নিবিষ্ট হয়। জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। জাহান্নামের কপাট গুলো বন্ধ করে দেয়া হয়। প্রতিরাতে আল্লাহর পক্ষ থেকে বান্দাকে মাগফিরাত লাভের জন্য আহ্বান করা হয়। এসবই মহান আল্লাহ শেষ নবীর উম্মতদেরকে ভালোবেসে দান করেছেন। তাই আমদের উচিত আল্লাহর প্রেমে মশগুল থেকে নামাজ, রোজা, তেলাওয়াত ও জিকিরসহ অধিক পরিমাণে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা এবং সকল প্রকার শরিয়ত বিরোধী গুনাহের কাজ বর্জন করা।
তিনি রমজান মাসে প্রকাশ্যে দিনের বেলায় পানাহার, হোটেল-রেস্তরা ও গান- বাজনা বন্ধ রাখতে সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget