আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মাধবপুরে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ ৪ কারবারি গ্রেফতার।

নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।

হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার ( ০১লা এপ্রিল) সকাল ০৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার তেলিযাপাড়া পুলিশ ফাড়ির এএসআই মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাধবপুর উপজেলার ০৬নং শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের ০৯ নম্বর এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এসময় মাদক পরিবহন কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলা কান্দাইল গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র মোঃ খোকন মিয়া(৩৫), সিলেট সদর উপজেলার আলীনগর গ্রামের মৃত আব্দুল করিম এর পুত্র ফখরুল ইসলাম (৪০) ও হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার চারগাও গ্রামের আমির আলীর পুত্র মোঃ রোমান মিয়া (২৪)। পৃথক আরেক অভিযানে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ইসমাইল হোসেন ভুইয়া সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার দিবাগত রাত ৮ টায় উপজেলার ০১ নং ধর্মঘর ইউ/পির মেহেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ সবুজ সর্দার (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। ধৃত সবুজ গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার তালতলী গ্রামের মো: আক্কাছ সর্দারের পুত্র। মাধবপুর থানার ওসি মো: আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget