নাহিদ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে এনার্জিপ্যাক কোম্পানির জ্যাক গাড়ীর একমাত্র ডিলার উদ্বোধন করেন মেয়র মানিক। মঙ্গলবার (৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সুশাসন সিএনজি পাম্পের পূর্ব পাশে হাজী ছিদ্দিকুর রহমান মার্কেটে এনার্জিপ্যাক কোম্পানির জ্যাক গাড়ীর একমাত্র ডিলার করা হয়েছে। এমসয় নিঝুম মটরস উদ্বোধন করেন মাধবপুর পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক। এতে উপস্থিত ছিলেন, নিঝুম স্বত্বাধিকারীরা মালিক, উপজেলা ট্রাক সমিতির সভাপতি সাবেক কাউন্সিল অজিত কুমার পাল, মাইক্রোবাস সমিতির সভাপতি রিপন মিয়া, মুক্তি পদ রায়, বাবু মিয়া, লিটন সহ প্রমুখ।
এসময় নিঝুম মটরস এর স্বত্বাধিকারী জানায় আমাদের শোরুমে এনার্জিপ্যাক কোম্পানির জ্যাক গাড়ী কিস্তি ও নগদ টাকায় বিক্রি করা হবে।
Leave a Reply