হবিগঞ্জ জেলা প্রতিনিাধিঃ
হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবনকারি ধারালো দা’য়ের আঘাতে সাংবাদিক আহত হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ সুত্রে জানা যায়, যুবলীগ নেতা ও সাংবাদিক নাহিদ মিয়া মাধবপুর থানা অফিসার ইনচার্জ এর বরাবর আলকাছ মিয়ার নামে অভিযোগ দায়ের করেন। গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে আনুমানিক ৫:৫০ মিনিটে নাহিদ মিয়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটি ব্যাটারি চালিত ইজি বাইকে উঠেন। ওই সময় নাহিদ মিয়া যে ইজিবাইকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে উঠে তখন অভিযুক্ত আলকাছ মিয়াও সেই ইজিবাইকে উঠে সেই সময় আলকাছ ও তার সাথে থাকা অন্য বক্তি ইজিবাইকে লাফালাফি ও অসৎ আচারণ শুরু করলে নাহিদ মিয়ার বাধা দেয়। তখন ইজিবাইকে থাকা অভিযুক্ত আলকাছ মিয়া বলে তরে বাড়ি গিয়ে দেখে নিব। পরে পৌর এলকার ৯নং ওয়ার্ড আলাকপুরে বাড়ির সামনে আলকাছ ও তার ভাই পলাশ নাহিদ মিয়ার উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় অভিযুক্ত আলকাছ মিয়া হাতে থাকা ধারালো দা’য়ের ধারা নাহিদ মিয়ার হাতে আঘাত করলে তার হাত দা’য়ের আঘাতে মারাত্মক ভাবে জকম হয়। ওই অভিযুক্তরা নাহিদ মিয়ার মুখে ও নাক সহ সারা শরীরে এলোপাতাড়ি আঘাত করে।
এ বিষয়ে কথা হয়” মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানায় নাহিদ মিয়ার উপর হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি।
Leave a Reply