পঞ্চগড় জেলা প্রতিনিধি,
( মোঃ ফিরোজ হোসেন)
৬ এপ্রিল আজ বুধবার
দুপুরে বোদা উপজেলা পরিষদ হল রুমে,
পিআইও অফিসের তত্ত্ববধানে
হেরিং বন্ড রাস্তা নির্মাণে
ঠিকাদার নিয়োগে লটারি অনুষ্ঠিত হয়।
অত্যন্ত স্বচ্ছ লটারি পরিচালনা করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আলম টবি,
উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলী,
ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু
ও পিআইও মো.জিয়াউর রহমান।
এসময় ঠিকাদারগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
লটারির মাধ্যমে বোদার এমকে ট্রেডার্স কাজটি পায়।
প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে দেড় কিলোমিটার ইটের সড়ক নির্মাণ করা হবে।
Leave a Reply