আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন নির্মাণাধীন আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নতুন রেলপথের নির্মাণকাজ পরিদর্শন করেন

  • পঞ্চগড় জেলা প্রতিনিধি,

মোঃ ফিরোজ হোসেন।

আজ আখাউড়া-আগরতলা রেললাইন পরিদর্শন করলেন

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন এমপি ।

২০২২সালের ডিসেম্ব মাস এর মধ্যে চালুর আশা দিয়েছেন।

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি,
আজ , ৭ এপ্রিল (বৃহস্পতিবার) বাংলাদেশ এবং ভারতের মধ্যে নতুন নির্মাণাধীন আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত নতুন রেলপথের নির্মাণকাজ পরিদর্শন করেন ।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামি উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আগরতলা সীমান্তের জিরো পয়েন্টে উপস্থিত সাংবাদিকদের সামনে রেলপথ মন্ত্রী বলেন,

বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রী এ প্রকল্প নির্মাণকাজের উদ্বোধন করেছেন।

এটি আমাদের উভয় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রুট।
বাংলাদেশ এবং ভারতের মধ্যে আটটি ইন্টারচেঞ্জ পয়েন্টের মধ্যে পাঁচটি ইতিমধ্যে চালু হয়েছে ,এটি ৬ নাম্বার হবে।

ব্যবসা-বাণিজ্য ও উভয় দেশের মধ্যে যাতায়াতের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।

এটির নির্মাণ কাজ ধীরগতিতে হওয়ায় রেলপথ মন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার অসন্তোষ প্রকাশ করেন।

তবে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান নিশ্চয়তা প্রদান করেন।

যে আগামী জুনের মধ্যে মাটি ভরাটের কাজ সম্পন্ন করবেন ,এবং এ বছর ডিসেম্বরের মধ্যেই রেলপথ চালু করার আশ্বাস প্রদান করেন।

রেলপথ মন্ত্রী সাংবাদিকদের সামনে উল্লেখ করেন ইতিমধ্যেই তিনবার সময় বৃদ্ধি করা হয়েছে ঠিকাদারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি কাজ করতে ব্যর্থ হয়

তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে বহিষ্কার করে বিকল্প ঠিকাদার নিয়োগ করা হবে।

হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সাংবাদিকদের সামনে বক্তব্য রাখেন।
এই রেলপথটি ভারতের অনুদানে নির্মিত হচ্ছে।

রেলপথের মোট দৈর্ঘ্য প্রায় সাড়ে ১৫ কিলোমিটার। এরমধ্যে মাত্র ৫ কিলোমিটার ভারতের অংশ

এবং বাকী বাংলাদেশ প্রান্তে নির্মাণ এবং পরামর্শক কাজে যুক্ত রয়েছে ।

ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমাকো রেল এন্ড অব ইঞ্জিনিয়ারিং লিমিটেড।
প্রকল্পের অগ্রগতি ৫৪.৫০% পরিদর্শনকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) কামরুল আহসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তথ্য সুত্র ঃ- মো: শরিফুল আলম সিনিয়র তথ্য অফিসার রেলপথ মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget