আজ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভোলার লালমোহনে জন্ম নিল জোড়া লাগানো দুই যময শিশু

আবু মাহাজ,, ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে কৃষক পরিবারে জন্ম নিল জোড়া লাগানো দুটি শিশু। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে ভোলার লালমোহন উপজেলা সদরের ‘লালমোহন ক্লিনিকে’ শিশু দুটির জন্ম হয়।


তাদের মাথা ও হাত-পা আলাদা হলেও তাদের পেট জোড়া লাগানো রয়েছে। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু দুটির জন্ম হয়েছে বলে জানা গেছে।তবে শিশুটির মা এবং শিশুরা উভয়ই সুস্থ্য রয়েছে।

এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জোড়া লাগানো শিশু দুটিকে দেখতে ক্লিনিকে মানুষ একনজর দেখতে ভীড় জমিয়েছেন উৎসুক জনতা। উপজেলার লালমোহন ইউনিয়নের ৮নং মুন্সি হাওলা(উত্তর ফুলবাগিচা )গ্রামের ফকির বাড়ি কৃষক রাজমিস্ত্রী বিল্লাল হোসেন ও মিতু বেগমের ঘরে জন্ম নেয় শিশু দুটি।

ক্লিনিকের ম্যানেজার ইলিয়াস হোসেন জানান, রাত সাড়ে ৮ টার দিকে সিজার সম্পন্ন হয়। গাইনি চিকিৎসক ডাঃ মুনতাহীনা হক জিমের তত্ত্বাবধানে অপারেশনটি সম্পন্ন হয়। এতে ওই প্রসূতির জোড়া লাগানো শিশু জন্ম হয়। নবজাতক দুটি উভয় ছেলে।

তিনি আরও বলেন, শিশুটির পিতা-মাতা আগে থেকে যমজ সন্তান জন্ম নেয়ার বিষয়টি জানলেও জোড়া লাগানো সন্তান হবে এ বিষয়টি তারা কেউ জানতেন না। তবে শিশুদের জরুরি ভিত্তিতে ঢাকা বা বরিশাল নেয়ার পরামর্শ দিয়েছেন।

এদিকে যমজ সন্তান জন্ম নেয়ার পর শিশু দুটির চিকিৎসা খরচ নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছেন বাবা-মা।

এ ব্যাপারে ডাক্তার মুনতাহীনা হক জিম জানান, অপারেশনের মাধ্যমে শিশু দুটিকে আলাদা করা সম্ভব। তবে এখনই না। তাদের ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। শিশু দুটি সুস্থ্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget