নাহিদ মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ভেড়া ও ভেড়ার ঘর নির্মাণ সামগ্রী,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্তৃক খরিপ-১ মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ৫০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ,এবং উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এককালীন অনুদান প্রদান করা হয়। শুক্রবার(১৫ এপ্রিল)সকালে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন,বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত বিশ্বে পৌছে যাচ্ছে।সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট দেয়ার জন্য আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃআশরাফ আলীর সঞ্চালনায় আলোচনা ও মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃপ্রকাশ রঞ্জন বিশ্বাস, মাধবপুর (সার্কেল) এএসপি মহসিন আল মুরাদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য সুকুমল রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক,আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেণু মাধব রায়, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, চেয়ারম্যান মাসুদ খাঁন, ফারুক আহমেদ ফারুল, আলাউদ্দিন, মিজান মিয়া, সৈয়দ সোহেল, সাহাব উদ্দিন, তাজুল ইসলাম তাজু,আওয়ামী লীগ নেতা জায়েদ খাঁন, বেণু রঞ্জন রায়, সাবেক চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি ফারুক পাঠান, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, আওয়ামী লীগ নেতা এরশাদ আলী নাহিদ হাসান সহ প্রমূখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী উপকারভোগী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার ও জনগনের মাঝে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক সমতল ভূমিতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রানী সম্পদ প্রকল্পের আওতায় সুফলভোগী ২শত পরিবারকে ২টি করে ভেড়া,২৭কেজি দানাদার খাবার ও ঘর নির্মাণ সামগ্রী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক খরিপ-১ মৌসুমে বিনামূল্যে ১শ জন পর্যায়ক্রমে ২ হাজার ৩শ জন উফসী আউস আবাদকারি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ এবং ৫০ ভাগ ভতূর্কিতে হারভেস্টার ও কৃষি যন্ত্রপাতি, উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ৪ হাজার টাকা করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি ও ১শ ২৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণের মাঝে এককালীন অনুদান প্রদান করা হয়।
Leave a Reply