আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মাধবপুরে প্রতিবন্ধী ছেলে ও বৃদ্ধ -মাফিয়ার হাতে ঘরে চাবি তুলে দিলেন – বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

নাহিদ মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে গৃহহীন সাফিয়া প্রতিবন্ধি ছেলে নিয়ে এখন স্বপ্নের ঘরে। এখন মানুষের বাড়িতে কাজ করতে গেলে প্রতিবন্ধি ছেলে সঙ্গে নিয়ে যেতে হবেনা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিপাঠি ঘরটি নির্মান করে দেয় বাংলাদেশ পুলিশ। শুক্রবার ১৫ এপ্রিল দুপুরে ৩ ঘটিকার দিকে বিমান প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী ঘরে চাবি সাফিয়াকে হস্তান্তর করেন। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ হেডকোয়াটার্সের তত্ত্বাবধানে মাধবপুর উপজেলার চারাভাঙ্গা গ্রামে ঘরটি নির্মান করা হয়। চারাভাঙ্গা গ্রামের সৈয়দ আশরাফুল ইসলাম ফুল মিয়ার ছেলে সৈয়দ ইমরুল হাসান রাসেল ভুমি দান করেন। বিধবা গৃহহীন সাফিয়া প্রতিবন্ধি ছেলে নিয়ে মানবেতর জীবন যাপন করছিল। একটি ঘরের অভাবে তাকে অন্যের বাড়িতে রাত কাটত। ছেলে প্রতিবন্ধি হওয়ায় অনেকই ঘরে জায়গা দিত না। এ অবস্থায় তাকে খুজে বের করেন মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক। গৃহহীন বৃদ্ধা সাফিয়া কে ইমরুল হাসানের দান করা জায়গায় ঘরটি বরাদ্দের ব্যবস্থা করেন। পরে পুলিশের তদারকিতে আধুনিক সুবিধা সম্বলিত ঘর পেয়ে সাফিয়ার চোঁখে আনন্দের অশ্রু জল। সাফিয়া বলেন মরে গেলেও দুঃখ নেই। প্রতিবন্ধি ছেলেটি এখন ঘরে থাকতে পারবে। মানুষের বাড়িতে কাজ করে প্রতিবন্ধি ছেলে তার জীবন চলে। ছেলে নিয়ে মানুষের বাড়ি গিয়ে কাজ করতে গেলে মানুষ ভৎর্সনা করে। এখন ছেলে ঘরে রেখে কাজে যেতে পারবে। দেড় শতাংশ জায়গায় দুই কক্ষ বিশিষ্ট ঘরটিতে এখন সাফিয়ার অনেক স্বপ্ন। ঘরে ছেলের বউ আনার ও স্বপ্ন দেখছেন। গত ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুলিশের নির্মিত এই ঘর উদ্বোধন করেন। চাবি হস্তাস্তরের সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান, জমি দাতা সৈয়দ মোঃ ইমরুল হোসেন রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget