এরই ধারাবাহিকতায় শনিবার আজ (১৬ এপ্রিল ২০২২) তারিখ বিকালে সংগঠনটির আয়োজনে ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রায় ৩ শতাধিক হত দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ প্রদান, আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।এবং প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করা হয়।
প্রবাসী সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ দৌলত-উর-রহমানের দিক নির্দেশনায়, রাঙ্গামাটিয়া ইউনিয়নের বাসিন্দা প্রবাসী সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুল হকের ভার্চুয়াল বক্তব্যের পরামর্শ ক্রমে,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলমের উপস্থিতির সার্বিক সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এই বিতরণ অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রবাসীর পিতা মোঃ মহর আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম মুক্তা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল আলীম, সংগঠনের উপদেষ্টা আঃ মজিদ খান, ইউপি সদস্য আঃ বারেক, বিএনপি নেতা মফিজ আকন্দ, বিএনপি নেতা সেলিম মাষ্টার, বিএনপি নেতা মোঃ আলতাফ হোসেন, মোঃ হেলান মাষ্টার প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ সোহাগ রানা।
Leave a Reply