আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে পুনাকের উদ্যোগে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল।

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে আজ ১৫ এপ্রিল ২০২২ তারিখ পুলিশ লাইনে অনুষ্ঠিত হয় এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভাপতি জনাবা মিসেস কানিজ আহমার এর সভাপতিত্বে উক্ত এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহ্ফিলে পুনাকের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা, এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন খন্দকার ফজলে রাব্বি, পুনাক সহ সভানেত্রী তাহমিনা আফরোজ তানি, রায়হানা তাহসীন, ডাঃ শারমীম আক্তার, ফারজানা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী।

এ ছাড়াও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ কামাল আকন্দ পিপিএম-বার, জেলা গোয়েন্দা শাখা (ডিবির ওসি) মোঃ সফিকুল ইসলাম পিপিএম-বার সহ পুলিশের কর্মকর্তা ও মিডিয়া কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

দোয়া ও ইফতার পুর্ব মুহূর্তে পুনাক সভানেত্রী কানিজ আহমার বলেন, আজকের ইফতার আমার এবং পুনাক নেতৃবৃন্দের কাছে এক স্মরণীয় ইফতার। কারণ আমরা আজ শতাধিক কুরআনের হাফেজ ও এতিম শিশুদের নিয়ে ইফতার করছি।

তিনি আরো বলেন, আমি প্রতি বছর রমজানে এতিম, অসহায় ও কুরআনের হাফেজদের নিয়ে ইফতার করে আসছি। তিনি যাতে এই ধারা অব্যাহত রাখতে পারেন সে লক্ষে সবার কাছে দোয়া চেয়েছেন।

ইফতার ও দোয়া মাহফিলে শতাধিক এতিম ও কুরআনের হাফেজ উপস্থিত ছিলেন। ইফতার পুর্ব মুহূর্তে দেশ ও জাতির, আইন শৃংখলা বাহিনী ও পুনাক সদস্যদের জন্য দোয়া করেন হাফেজ মাওলানা মোঃ আশকর আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget