কোতোয়ালী মডেল থানা’র অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম সেবা’র নির্দেশে ময়মনসিংহ নগরীর নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।তারই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ ১- মিন্টু মিয়া (৪৫), পিতা- মৃত- সৈয়দ কস্তর মিয়া, সাং- চর ঈশ্বরদিয়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
অপহরণ মামলার আসামি ২- নিশাত(২২), পিতা- মোঃ নজরুল ইসলাম, সাং – আকুয়া উত্তরপাড়া, সাতঘড়িয়া পাড়া, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। চুরির মামলায় ৩- শহীদ(৪২), পিতা- মৃত- চাঁন মিয়া, সাং- কেওয়াটখালী, থানা- কোতোয়ালী, জেলা ময়মনসিংহ। নিয়মিত মামলার আসামি ৪- মোঃ কামরুল ইসলাম (৩৬), ৫- মোঃ সুরুজ মিয়া(৫০), উভয় পিতা- মৃত- তালেব আলী শেখ, সাং- সাতেংগা, থানা- ভালুকা, জেলা- ময়মনসিংহ।
দস্যুতার অপরাধে আর এফ এল ব্রান্ডের স্টীলের চাকু সহ ৬- মোঃ লিমন (৩৫), পিতা- মৃত- তৈয়ব আলী, সাং- ৭৬/এ বাঘমারা রোড, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। এছাড়াও জি আর গ্রেফতারী পরোয়ানায় ৭- মোঃ সোহেল মিয়া, পিতা- মৃত- আঃ রাজ্জাক, সাং- টিক্কা পাড়া বাইলেন কালিবাড়ি কবরখানা, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, পবিত্র মাহে রমজান ও ঈদকে সামনে রেখে ময়মনসিংহ নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত রাত্রী কালীন টহল দিয়ে থাকে কোতোয়ালী পুলিশ এবং গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply