আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ভোলার নিরালা মার্কেটের মালিকের বাসায় চুরি

ভোলা প্রতিনিধি।

ভোলা শহরের প্রাণকেন্দ্র নতুনবাজারস্থ নিরালা হোটেল সংলগ্ম নিরালা ভবনের মালিক আবুল কালাম মিয়ার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এতে নগদ টাকা ও স্বর্ণসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে চোরের দলেরা।
গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।

ব্যস্ততম জায়গা নতুনবাজারে এমন ঘটনায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।
ভোলা সদর থানার নিকটবর্তী জায়গা নতুন বাজারে একটি বাসা বাড়ীতে এমন ঘটনা কি ভাবে সম্ভব? আবুল কালাম মিয়ার বড় ছেলে ভোলা বারের আইনজীবী এডভোকেট ফয়সাল আহমেদ বলেন, আমাদের গ্রীল কেটে বাসায় প্রবেশ করে ড্রয়ার ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে এবং প্রয়োজনীয় অনেক কাগজপত্র নষ্ট করেছে।
ভোলা নতুন বাজারসহ শহরে রাতে বহিরাগত বা সন্দেহ্জনক লোকদের প্রতি প্রশাসনের আরো নজরদারি করার অনুরোধ করেছে সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget