গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
আজ সোমবার (১৮ এপ্রিল ২০২২) খ্রিস্টাব্দে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকা থেকে ১ জন মাদকসেবীকে ১৫ গ্রাম হেরোইনসহ এবং চরকালীবাড়ি এলাকার জুটমিলের পরিত্যক্ত ভবন থেকে ৩ জন মাদকসেবীকে ৩ গ্রাম হেরোইনসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় সার্বিক সহায়তায় ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ” ক ” সার্কেল।
জনস্বার্থে মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের এরূপ অভিযান চলমান থাকবে।
Leave a Reply