আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মাধবপুরে সেই অজ্ঞান নারী আড়াই বছরের শিশু পরিচয় পেল স্বজনরা!

নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে দীর্ঘ ৯ দিন এক অজ্ঞাতনামা নারীর ও আড়াই বছরের শিশু স্বজনের খোজ পাওয়া গেছে। পুলিশ সুত্রে জানা যায়, গত ৯ এপ্রিল সকাল আনুমানিক দুপুর ১২ টায় ঢাকা-সিলেট মহাসড়কে পাশে আন্দিউড়া ইউনিয়ন অফিসে বিপরীত পাশে একটি পরিত্যাক্ত ঘরে এক নারী অজ্ঞান অবস্থায় পরে আছে সাথে একটি আড়াই বছরের শিশু। স্থানীয়দের এমন খবরে পুলিশ ওই স্থানে গিয়ে মেম্বার ও স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা জন্য নেয়া হয়। ওই নারীর সাথে থাকা ছেলে শিশু স্থানীয় এক মহিলার কাছে মেম্বার সাইফুলের সহযোগিতায় রাখা হয়। অজ্ঞান নারীর জ্ঞান না ফেরায় পরে ১৬ এপ্রিল রাতে ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানায়, গত ৯ এপ্রিল উদ্ধারকৃত আজ্ঞতনামা নারীর ফিরে ফেল তার স্বজন। ওই নারীর স্বামী জানায় সে ৯ এপ্রিল সকালে সিলেটে উদ্দেশ্যে তার স্ত্রী ও সন্তান সহ এক আত্মীয় কাছে পাঠায় পাওয়ানা টাকার জন্য। কিন্তু গত ৯ দিন দরে তার স্ত্রী ও সন্তানের কোন খোঁজ না পায়নি নুরুল আমীন। গতকাল রাতে নুরুল আমীন তার এক আত্মীয় তাকে জানায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেখেন তার স্ত্রী ও সন্তানের নিখোঁজ হওয়ার বিষয়ে জানতে পারে মাধবপুরে পুলিশের হেফাজতে রয়েছে তার স্ত্রী ও শিশু। পরে আজ ১৯ এপ্রিল দুপুরে ওই নারীর স্বামী নুরুল আমীন পুলিশের সহযোগিতায় তার সন্তান মাহেদীকে ফিরে পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget