আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ঢাকা উত্তরের সব ওয়ার্ডে তাবিথ আউয়ালের খাদ্যসামগ্রী বিতরণ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে কর্মহীন শ্রমিক, গরীব ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শেষ করলেন বিএনপি নেতা তাবিথ আউয়াল। করোনাভাইরাস মহামারিতে দেশের মানুষ আক্রান্ত হওয়ার পর থেকেই তিনি এ কার্যক্রম হাতে নেন।
বৃহস্পতি ও শুক্রবার উত্তর সিটির অন্তত ১৫ ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

বিগত নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন তাবিথ আউয়াল।

তাবিথ আউয়ালের তত্ত্বাবধানে গত দুই দিনে ঢাকা উত্তরের ৯ নম্বর ওয়ার্ডে সাইদুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডে মাসুদ খান, ১২ নম্বর ওয়ার্ডে শহিদুর রহমান এনা, ২২ নম্বর ওয়ার্ডে ফয়েজ আহমেদ ফরু, ২৩ নম্বর ওয়ার্ডে নিলুফা ইয়াসমিন নিলু, ২৮ নং ওয়ার্ডে আফতার উদ্দিন জসিম, ৩০ নম্বর ওয়ার্ডে আতিকুল ইসলাম মতিন ও ওয়ার্ড বি এনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জীবন, ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে সাজেদুল হক রনি, অ্যাড. রুনা লায়লা, ৩৫ নম্বর ওয়ার্ডে সৈয়দ হাসান মামুন, ৩৬ নম্বর ওয়ার্ডে হেলেন আক্তার ও মামুনুর রশিদ, ৩৭ নম্বর ওয়ার্ডে সালেহা একরাম, ৩৮ নং ওয়ার্ডে আয়েশা আক্তার মিলি, ৩৯ নম্বর ওয়ার্ডে আবদুল আজিজ, ৪৭ নম্বর ওয়ার্ডে ঢাকা মহানগর উত্তর যুবদল সভাপতি এস এম জাহাঙ্গীর ও ঢাকা মহানগর উত্তর বি এন পির সহ-সাধারন সম্পাদক হেলাল তালুকদার খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget