গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইনোভেশন ‘দিনে দিনে খতিয়ান’-এর জন্য প্রথম পুরস্কার পেলেন জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল ২০২২) খ্রিস্টাব্দে দুপুর ২.৩০ ঘটিকায় টাউন হল প্রাঙ্গণে আয়োজিত ‘বিভাগীয় ইনোভেশন শোকেসিং-২০২২’ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রথম পুরস্কার অর্জন করে ‘দিনে দিনে খতিয়ান’ নামক উদ্ভাবনটি।
উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুর রেজা বিশ্বাস। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)।
আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলা থেকে আগত অংশগ্রহণকারীবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply