গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানী গ্রামের আমছর আলীর মুড়ে বৃহস্পতিবার বিকালে বনেরফুল লাচ্ছা সেমাই তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক আহমেদ সার্বিক সহযোগিতা করেন।
জানা গেছে, গত দুই বছর আগে ওই এলাকায় মো. শরিফুল ইসলাম, মো. কাজল ও আতাউর রহমান মিলে বনের ফুল লাচ্ছা সেমাই কারখানাটি প্রতিষ্ঠা করেন।
এতে গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল ২০২২) তারিখ বিকেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে ভোক্ত অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভেজাল ও অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে নকল সেমাই তৈরি করায় ৪০,০০০/- টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবিদুর রহমান বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এধরনের অভিযান অব্যাহত থাকবে’।
Leave a Reply