মাহবুবে নূর টিটু, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
আজ শুক্রবার ২২ এপ্রিল ২০২২ তারিখ ময়মনসিংহ গফরগাঁও শহরের মধ্যবাজার মুনাদী প্লাজায় বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ গফরগাঁও উপজেলা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে গফরগাঁও উপজেলা কমিটির সভাপতি সালাউদ্দিন উজ্জল এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল হক।
গফরগাঁও উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ উদ্দিন, দপ্তর সম্পাদক কাঞ্চন মিয়াসহ গফরগাঁও উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শহীদুল হক, শামসুল হক মাওলানা নুরুল ইসলাম নূরী ও বিশিষ্ট ব্যবসায়ী মিতালী রুবেল আহমেদ, ডাক্তার আলম ও মধ্য বাজার এর বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ উপস্থিত থেকে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেন।
মোনাজাতে বিশেষ ভাবে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি এর কেন্দ্রীয় কমিটির সকল সদস্য বৃন্দের জন্য দোয়া করা হয়। সেই সাথে উক্ত সংগঠনের জেলা কমিটির সাবেক সহ সভাপতি মরহুম তৌহিদুল ইসলাম ভাই এর মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
Leave a Reply