আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নালিতাবাড়ীতে ৩য় পর্যায়ের আশ্রয়ন প্রকল্প নিয়ে সভা

মাহফুজুর রহমান সোহাগ, শেরপুর প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের গৃহ প্রদান উপলক্ষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের কনফারেন্স কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন এর সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিনও সাংবাদিকসহ বক্তব্য রাখেন।
অবহিতকরণ সভায় জানানো হয়, তৃতীয় পর্যায়ে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা-কাটাবাড়ি গ্রামে ৩৮টি, পোড়াগাঁও ইউনিয়নের শেখেরকুড়া গ্রামে ১০টি ও কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে ২টি মিলে মোট ৫০টি সেমিপাকা ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। আগামী ২৬ এপ্রিল সারা দেশের সাথে একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের ঘরগুলো উদ্বোধন করার কথা রয়েছে। এর আগে উপজেলায় আশ্রয়ন প্রকল্প প্রথম পর্যায়ে ৬৩টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫০টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের কাছে দলিলসহ চাবী হস্তান্তর করা হয়। এছাড়াও পরবর্তীতে ৪র্থ পর্যায়ে আরও ৫৭টি ঘর নির্মাণ করা হবে।
……………………………………………………..
ছবিতেঃ নালিতাবাড়ীতে ৩য় পর্যায়ের আশ্রয়ন প্রকল্প নিয়ে সভায় ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর..

ফেসবুকে আমরা

Facebook Pagelike Widget