মাহবুবে নূর টিটু, ময়মনসিংহ জেলা প্রতিনিধি।
আজ শনিবার (২৩ এপ্রিল ২০২২) তারিখ ময়মনসিংহ সদর উপজেলার ৫নং চর সিরতা ইউনিয়নের চর ভবানী পুর জয় বাংলা বজারের পশ্চিম পাশে অবস্থিত জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসা’র সহ সভাপতি আলহাজ্ব অলিউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও ইউপি সদস্য জনাব, মোঃ শাহ্ আলম বাদশা মেম্বার।
এ সময় ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব ও জামিয়া নূর হোসেন মহিলা মাদরাসার প্রিন্সিপাল মুফতী নূরে আলম সিদ্দিকী এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মঞ্জুরুল ইসলাম জামালি, ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক মাওলানা শওকত উসমান, উম্মাহাতুল মুমিনিন মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাসুম বিল্লাহ সোহাগ, সবুজ প্রমূখ।
অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি নূরে আলম সিদ্দিকী এর চেষ্টায় আজ এ ইফতার মাহফিলের সকল কার্যক্রম সম্পন্ন হয়। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী, প্রতিষ্ঠানের এন্তেজামিয়া কমিটিবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল উপস্থিত সকালের কাছে মাদরাসার দিন দিন উন্নতির জন্য দোয়া চেয়েছেন। উনি বলেন অত্র প্রতিষ্ঠানটি শিশু শ্রণি হতে দাওরায়ে হাদীস ক্লাস পর্যন্ত ইতিমধ্যে কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক ও হায়াতুল উলয়ায় ভালো ফলাফল এনে দিয়েছে। মহান আল্লাহ তায়ালা যেন এ প্রতিষ্ঠানকে কবুল করেন। আমিন। এতে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদের নিকট সার্বিক সহযোগিতা কামনা করছি।
Leave a Reply