মাহফুজুর রহমান সোহাগ, শেরপুর প্রতিনিধি ঃ
শেরপুরের নালিতাবাড়ীতে কমরেড আবুল বাশার ব্রিগেড এর আয়োজনে আজ রোববার ২৪ এপ্রিল দুপুরে শতাধিক দরিদ্র, অসহায়, দলীয়কর্মী ও শ্রমিকদের মাঝে ইদ উপহার বিতরন করা হয়েছে।
এসময় আড়াই আনীস্থ কার্যালয়ে ইদ উপহার করেন, বাংলাদেশের ওর্য়াকার্স পার্টির শেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোছাঃ রাজিয়া সুলতানা। সাথে ছিলেন, ক্ষেত মজুর ইউনিয়ন নালিতাবাড়ী ইউনিয়নের সভাপতি আশরাফ আলী, সদস্য আমিরুল ইসলামসহ প্রমুখ ব্যাক্তিবর্গ। এছাড়াও কলসপাড়, রাজনগর, নালিতাবাড়ী ইউনিয়নসহ আরো ৯টি ইউনিয়নে ২শতাধিক কর্মী দ্বারা অসহায়দের মাঝে পাঠিয়ে দেওয়া হয় বলে সংগঠন সুত্র জানায়।
…………………………………………………………………………………………………..
ছবিতেঃ কমরেড আবুল বাশার ব্রিগেড এর আয়োজনে দরিদ্র, অসহায়, দলীয়কর্মী ও শ্রমিকদের মাঝে ইদ উপহার বিতরন করা হচ্ছে।
Leave a Reply